দুধ কখন খাবেন? কোন সময়ে দুধ খেলে সবচেয়ে বেশি উপকার?

Published by: ABP Ananda

দুধ সার্বিক পুষ্টি দিতে পারে। শিশু থেকে বয়স্ক সকলেই দুধের উপর নির্ভরশীল

Image Source: Pexels/Pixabay/Unsplash

কিন্তু দুধ খাওয়ার উপর নির্ভর করে কখন পুষ্টি মিলবে। দিনের কোন সময়ে দুধ খেলে সবচেয়ে বেশি উপকার?

Image Source: Pexels/Pixabay/Unsplash

কেউ কেউ দিনের শুরুতেই দুধ খান। ব্রেকফাস্টে দুধ থাকেই

Image Source: Pexels/Pixabay/Unsplash

কেউ আবার রাতে খাবারের সময় অথবা শোওয়ার একটু আগে দুধ খেয়ে থাকেন।

Image Source: Pexels/Pixabay/Unsplash

আয়ুর্বেদ অনুসারে পূর্ণবয়স্ক ব্যক্তিদের জন্য রাতের শোওয়ার একটু আগে দুধ খাওয়া সবচেয়ে ভাল

Image Source: Pexels/Pixabay/Unsplash

ছোট বা বাচ্চা হলে তাদের দুধ খাওয়া উচিত একেবারে সকালের দিকে।

Image Source: Pexels/Pixabay/Unsplash

বলা হয় রাতে দুধ খেলে হজম ঠিকমতো হয়। বিশ্রাম নেওয়ার কারণে সেই সময় সবচেয়ে বেশি ক্যালশিয়ামও নিতে পারে শরীর

Image Source: Pexels/Pixabay/Unsplash

দুধে একাধিক পুষ্টিগুণ রয়েছে। একাধিক ধরনের ভিটামিন রয়েছে দুধে। রয়েছে ভিটামিন ডি- যা হাড়ের স্বাস্থ্য ভাল রাখে।

Image Source: Pexels/Pixabay/Unsplash

আয়ুর্বেদে বলা হয় দুধের সঙ্গে ফল না মিশিয়ে খেতে। ঠান্ডা বা গরম-যে কোনও ভাবেই দুধ খাওয়া যায়। তবে রাত দুধ খেলে অবশ্যই উষ্ণ করে নিতে হবে।

Image Source: Pexels/Pixabay/Unsplash

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Image Source: Pexels/Pixabay/Unsplash