স্ট্রিট ফুডের মধ্য়ে চাউমিন খুবই ক্ষতিকারক।

এর মধ্যে দেওয়া সামগ্রী LDL বাড়িয়ে দেয়।

প্রথমত ময়দা কখনই স্বাস্থ্যের জন্য ভাল নয়।

এটি খেলে খারাপ ক্লোলেস্টেরল বাড়তে পারে।

এমন কি হজমের সমস্যাও বাড়িয়ে দিতে পারে।

বাইরের চাউমিন হাড়ের জন্যও ক্ষতিকারক।

এতে দেওয়া আজিনামোটো বিপদ ডেকে আনে।

এমনকি স্নায়ুতন্ত্রের উপরেও প্রভাব ফেলতে পারে।

গ্লুটামিক অ্যাসিডের মাত্রা বেশি হলে ক্ষতি হয়।

গর্ভাবস্থাতেও চাইনিজ এই খাবারটি এড়িয়ে যাওয়া ভাল।