সারাবছর পরে থাকা সোনার গয়না পরিষ্কার করা জরুরি নিয়ম মেনে চললে বহু বছর পরও নতুনের মতো দেখাবে গয়নাকে হালকা উষ্ণ জলে লিকুইড সোপ গুলে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিন গয়না, মুছে, শুকিয়ে আবার পরে নিন বাসন মাজার ডিশ সোপ দিয়েও সোনার গয়না পরিষ্কার করা সম্ভব কানের দুল. আংটির ভিতরের অংশও পরিষ্কার করুন মনে করে গয়না পরিষ্কারের অ্যামোনিয়া কিনতে পাওয়া যায় বাজারেও তবে ভুলেও ভিনিগার দিয়ে সোনা পরিষ্কার করবেন না মাজন বা বেকিং পাউডার ব্যবহার করাও উচিত নয় সোনার গয়নার উপর কখনও ব্লিচ লাগাবেন না