শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার । সাধারণত পাঁচ থেকে ছয় শতাংশ চর্বি শোষণ করতে পারে যকৃত।



তার থেকে বেশি চর্বি জমা হলে তা বিপজ্জনক। সময় মতো চিকিৎসা না করালে এই অসুখ ভয়ঙ্কর পরিণতি বয়ে আনতে পারে।



কাদের এই সমস্যা বেশি দেখা যায় ? যাঁরা ওবেসিটির সমস্যায় ভোগেন, তাঁদের এই অসুখের সম্ভাবনা বেশি।



এছাড়া ডায়াবেটিস যাঁদের আছে, তাঁদেরও ফ্যাটি লিভারের সম্ভাবনা বাড়তে পারে।



খারাপ কোলেস্টেরল বা এলডিএল-এর মাত্রা বেড়ে গেলে সতর্ক হতে হবে।



প্রস্রাবের রং হলুদ ? অতিরিক্ত দুর্গন্ধ? পরীক্ষা করান। হতে পারে ফ্যাটি লিভার



উচ্চ রক্তচাপের সমস্যা হলে সতর্ক হোন।