দাঁতে হলুদ ছোপ থাকলে তা দেখতে খুবই খারাপ লাগে। তবে সহজ উপায়ে এই সমস্যা দূর করাও সম্ভব। দাঁতের হলদে দাগছোপ দূর করার জন্য বিভিন্ন ধরনের লিপিড ব্যবহার করা হয়। লিপিড হল বিভিন্ন ধরনের অর্গানিক কম্পাউন্ড যা জলে মেশে না। দাঁতের হলুদ দাগছোপ দূর করার জন্য ব্যবহার করতে পারেন নারকেল তেল এবং তিসির তেল। মুখের ভিতরে জীবাণু থাকলে, দুর্গন্ধ হলে কিংবা দাঁতে ক্যাভিটি দেখা দিলে- সেইসব সমস্যাও দূর করে এই নারকেল তেল। নারকেল তেলের সাহায্যে দাঁতের হলদে ছোপ দূর করতে চাইলে প্রতিদিন অন্তত ১৫ থেকে ২০ মিনিট সময় ধরে ব্যবহার করতে হবে। ভাল করে দাঁতের মধ্যে নারকেল তেল ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে। ১৫ থেকে ২০ মিনিট দাঁতে রাখতে হবে এই তেল। দাঁতের হলদেটে দাগছোপ দূর করার জন্য নারকেল তেল ব্যবহার করলে ভালভাবে মুখ ধুয়ে নিতে হবে ব্যবহারের পর। হাতের আঙুলের পরিবর্তে ব্রাশ নারকেল তেলে ভিজিয়েও দাঁতে ব্যবহার করতে পারেন এই তেল। তবে অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। নারকেল তেলের মধ্যে সামান্য নুন মিশিয়ে তারপর সেই মিশ্রণ দাঁতে ভাল করে লাগিয়ে নিতে হবে। তাহলে উপকার পাবেন। নারকেল তেলের সঙ্গে সামান্য হলুদ মিশিয়েও দাঁতে ব্যবহার করতে পারেন আপনি। দূর হবে হলদে দাগছোপ।