দাঁতে হলুদ ছোপ থাকলে তা দেখতে খুবই খারাপ লাগে। তবে সহজ উপায়ে এই সমস্যা দূর করাও সম্ভব।

Published by: ABP Ananda
Image Source: Pexels

দাঁতের হলদে দাগছোপ দূর করার জন্য বিভিন্ন ধরনের লিপিড ব্যবহার করা হয়। লিপিড হল বিভিন্ন ধরনের অর্গানিক কম্পাউন্ড যা জলে মেশে না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

দাঁতের হলুদ দাগছোপ দূর করার জন্য ব্যবহার করতে পারেন নারকেল তেল এবং তিসির তেল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

মুখের ভিতরে জীবাণু থাকলে, দুর্গন্ধ হলে কিংবা দাঁতে ক্যাভিটি দেখা দিলে- সেইসব সমস্যাও দূর করে এই নারকেল তেল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

নারকেল তেলের সাহায্যে দাঁতের হলদে ছোপ দূর করতে চাইলে প্রতিদিন অন্তত ১৫ থেকে ২০ মিনিট সময় ধরে ব্যবহার করতে হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ভাল করে দাঁতের মধ্যে নারকেল তেল ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে। ১৫ থেকে ২০ মিনিট দাঁতে রাখতে হবে এই তেল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

দাঁতের হলদেটে দাগছোপ দূর করার জন্য নারকেল তেল ব্যবহার করলে ভালভাবে মুখ ধুয়ে নিতে হবে ব্যবহারের পর।

Published by: ABP Ananda
Image Source: Pexels

হাতের আঙুলের পরিবর্তে ব্রাশ নারকেল তেলে ভিজিয়েও দাঁতে ব্যবহার করতে পারেন এই তেল। তবে অল্প পরিমাণে ব্যবহার করতে হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

নারকেল তেলের মধ্যে সামান্য নুন মিশিয়ে তারপর সেই মিশ্রণ দাঁতে ভাল করে লাগিয়ে নিতে হবে। তাহলে উপকার পাবেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

নারকেল তেলের সঙ্গে সামান্য হলুদ মিশিয়েও দাঁতে ব্যবহার করতে পারেন আপনি। দূর হবে হলদে দাগছোপ।

Published by: ABP Ananda
Image Source: Pexels