এখনও ক্যানসার মানেই একটা অজানা আতঙ্ক। আশঙ্কা মৃত্যুর, আতঙ্ক চিকিৎসা-যন্ত্রণার।



মারণরোগ ক্যানসারের টিকা আর স্বপ্ন নয়, তা নাকি সত্যি সত্যি তৈরি করে ফেলেছেন রুশ বিজ্ঞানীরা



এমনই সুখবর ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট। সেই সঙ্গে ঘোষণা করলেন ...



ক্যানসার রোগীদের দেওয়া হবে বিনামূল্যে, ২০২৫ থেকেই !



এই টিকা টিউমারের বৃদ্ধি রোধ করে। মেটাস্টেসিস দূর করতে বেশ কার্যকর।



এই খবর ইতিমধ্যেই রাশিয়ার মানুষের সঙ্গে ভাগ করে নিয়েছেন ভ্লাদিমির পুতিন।



নতুন ভ্যাকসিন শরীরে সাধারণ ইনজেকশনের মারফতই দেওয়া হবে।



আগামী দিনে এই ভ্যাকসিন সারা বিশ্বেই ক্যান্সারের হার কমাতে সক্ষম হবে বলে গবেষকদের আশা।



টিকাটি সব ধরনের ক্যানসারের ছড়িয়ে পড়াই রুখে দিতে পারবে কি না, তা নিশ্চিত করতে এখনও অনেক পরীক্ষা প্রয়োজন।