শীতে ডাবের জল খেলে সমস্যা ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

কেউ কেউ বলেন ডাবের জল শীতে খেলে সমস্যা বাড়ে।

Image Source: Freepik

কিন্তু আদপে এই কথা সত্য নয়।

Image Source: Freepik

শীতে নারকেলের জল বা ডাবের জল খেলে কোনো সমস্যা হয় না।

Image Source: Freepik

ডাবের জলে অনেক ধরনের পুষ্টি উপাদান থাকে।

Image Source: Freepik

শীতেও স্বাস্থ্যের জন্য এগুলি উপকারি।

Image Source: Freepik

শরীরে এনার্জি আনে, চনমনে রাখে ডাবের জল।

Image Source: Freepik

পেটের যাবতীয় সমস্যা দূর করে ডাবের জল।

Image Source: Freepik

এমনকী শীতে সর্দিজ্বর থেকেও বাঁচায়।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik