ডাবের জলে লেবুর

রস মিশিয়ে পান করেছেন?

Published by: ABP Ananda

খালিপেটে এই পানীয়ে

চুমুক দিলে সুফল মিলবে

Published by: ABP Ananda

শরীরে ইলেক্ট্রোলাইটসের

জোগান বাড়ায় এই পানীয়

Published by: ABP Ananda

বিশেষ করে যাঁদের বেশি

ঘাম হয়, তাঁদের জন্য ভাল

Published by: ABP Ananda

ডাবের জলে লেবুর রস মেশালে

বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা

Published by: ABP Ananda

রক্তচাপ স্বাভাবিক থাকে,

হৃদযন্ত্রের জন্য ভাল

Published by: ABP Ananda

রক্তে শর্করার মাত্রা

স্বাভাবিক থাকে এতে

Published by: ABP Ananda

তবে ডাবের জলে প্রাকৃতিক

শর্করা মজুত থাকে

Published by: ABP Ananda

রোজ বা পান করাই ভাল,

করলেও জল মিশিয়ে নিন

Published by: ABP Ananda

দাঁত সংবেদনশীল হলে

লেবুর রস বুঝেশুনে পান করুন

Published by: ABP Ananda

কিডনির সমস্যা থাকলে,

রক্তচাপ বেশি হলে

Published by: ABP Ananda

হার্ট ফেলিওরের

ক্ষেত্রে এড়িয়ে চলুন

Published by: ABP Ananda

চিকিৎসকের পরামর্শ

অনুযায়ী চলাই ভাল

Published by: ABP Ananda