Image Source: Pixabay

চায়ের পাশাপাশি কফি খেতে অনেকেই ভালবাসেন।

Image Source: Pixabay

এনার্জি বাড়াতে কফি খাওয়ার চল থাকলেও এর বেশ কিছু গুণ রয়েছে।

Image Source: Pixabay

একটি গবেষণার সূত্র অনুযায়ী, কফি ডিমেনশিয়ার আশঙ্কা কমায়।

Image Source: Pixabay

ডিমেনশিয়া আদতে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। এই রোগে সবকিছু ভুলে যাওয়ার প্রবণতা বাড়ে।

Image Source: Pixabay

এছাড়াও কোনও কাজ ঠিকমতো করার ক্ষমতা থাকে না।

Image Source: Pixabay

ক্ষমতা থাকে না ঠিকভাবে ভাবার।

Image Source: Pixabay

আপাতত ডিমেনশিয়ার কোনও ওষুধ বাজারে উপলব্ধ নেই।

Image Source: Pixabay

তবে গবেষকদের দাবি, কফি খেলে ডিমেনশিয়ার ঝুঁকি কমে।

Image Source: Pixabay

গবেষণা চলাকালীন ২৮ শতাংশ ব্যক্তিদের এই ঝুঁকি কমতে দেখা গিয়েছে।

Image Source: Pixabay

একইসঙ্গে স্ট্রোকের ঝুঁকিও কমেছে ৩২ শতাংশ।