বরফের মত ঠাণ্ডা থাকে পা ? কী বিপদ লুকিয়ে রয়েছে জানেন ?

Published by: ABP Ananda
Image Source: FREEPIK

অনেকেই পা ঠাণ্ডা হয়ে যাওয়ার সমস্যায় ভোগেন, এই সমস্যা কিন্তু মোটেও হেলাফেলার নয়।



ডাক্তারদের মতে, পা ঠাণ্ডা হয়ে যাওয়া আসলে স্নায়ুতন্ত্রের সমস্যা, রক্ত সঞ্চালনে বাধার পরিচয় দেয়।



এমনকী শরীরে হরমোনের অসাম্য, থাইরয়েডের সমস্যারও সূচক এই লক্ষণ।



হার্টে ব্লকেজ থাকলে বা উচ্চ কোলেস্টেরল থাকলে এই সমস্যা দেখা যায়।



ডায়াবেটিস উচ্চ মাত্রায় হলে পায়ের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, ফলে পায়ে রক্ত সঞ্চালন ঠিকমত হয় না।



অনেক সময় শরীরে থাইরয়েডের মাত্রার বিঘ্ন ঘটলে তাপমাত্রার অসাম্য দেখা যায়।



রেনোঁড সিন্ড্রোম বলে একটি অসুস্থতার কারণে স্ট্রেসের কারণে হাত-পায়ের আঙুলের রক্তবাহগুলি সঙ্কুচিত হয়ে যায়।



ফলে এই সমস্ত সমস্যার লক্ষণ হতে পারে পা ঠাণ্ডা হয়ে যাওয়া, অবহেলা করলেই বিপদ।



ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।