ত্বকের যত্নে আমরা যেমন গোলাপ জল ব্যবহার করি, তেমনই ব্যবহার করা যায় চোখের যত্নেও।



চোখের খেয়াল রাখার জন্য গোলাপ জল কীভাবে ব্যবহার করা উচিত জানেন? কী কী উপকারই বা পাবেন? জেনে নিন সবিস্তারে।



আপনার চোখে এমনিতেই কোনও সমস্যা বা অ্যালার্জি থাকলে গোলাপ জল ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।



চোখের চারপাশের ফোলাভাব কমাতে কাজে লাগে গোলাপ জল। তুলো গোলাপ জলে ভিজিয়ে তা দিয়ে রাখতে পারেন চোখের উপর।



চোখের চারপাশের ত্বকের রুক্ষ-শুষ্ক ভাব দূর করে, ওই অংশে ত্বক আর্দ্র, মোলায়েম রাখতে সাহায্য করে গোলাপ জল।



অনেক সময় আমাদের চোখ আচমকা চুলকাতে থাকে। তুলো গোলাপ জলে ভিজিয়ে চোখ মুছে নিলে আরাম পাবেন।



অনেক সময় চোখে বিভিন্ন ধরনের অস্বস্তি দেখা যায়। হঠাৎ লাল হয়ে যায় চোখ। এক্ষেত্রেও গোলাপ জলে তুলো ভিজিয়ে চোখে দিলে আরাম পাবেন।



দিনে একবার আপনি গোলাপ জলের মধ্যে তুলো ভিজিয়ে, তা দিয়ে চোখ পরিষ্কার করতে পারেন। উপকার এবং আরাম দুটোই পাবেন।



চোখের চারপাশের ত্বক কুঁচকে যাওয়া থেকে রুখতেও কাজে লাগে এই গোলাপ জল। মাঝে মাঝে ব্যবহার করতে পারেন।



ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।