কিডনিতে ক্যান্সার বাসা বাঁধছে না তো অজান্তেই ? এই ৭ লক্ষণ দেখলেই সাবধান

Published by: ABP Ananda
Image Source: Freepik

কিডনিতে ক্যান্সার থেকে বাঁচতে হলে এই ৭ লক্ষণ নিয়ে সতর্ক থাকতে হবে।

Image Source: Freepik

প্রথমত প্রস্রাবের সঙ্গে রক্ত বেরোলে তা ক্যানসারের লক্ষণ হতে পারে।

Image Source: Freepik

এই রক্তের কারণে প্রস্রাবের রং গাঢ় হয়ে যায়, ৫০-৬০ শতাংশ কিডনি ক্যান্সার আক্রান্তের মধ্যেই এই লক্ষণ দেখা যায়।

Image Source: Freepik

অনেক সময় পিঠের দিকে কোমরের কাছে অসহ্য ব্যথা অনুভূত হয়।

Image Source: Freepik

আঘাতের ব্যথার থেকে এই ব্যথার ধরন আলাদা মনে হলেই সতর্ক হোন।

Image Source: Freepik

আপনার বয়স ৪০-এর বেশি হলে এবং হঠাৎ করে ওজন কমতে শুরু করলে সাবধান।

Image Source: Freepik

মাঝেমধ্যেই জ্বর হচ্ছে বা রাতের দিকে বেশি ঘামছেন ? সতর্ক হোন এখনই।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik