ঘুমানোর আগে ঠান্ডা দুধ ঘুম ভাল হতে সাহায্য় করে, ক্যাফেইন এবং অন্যান্য চিনি যুক্ত মিষ্টি পানীয়র বিকল্প হতে পারে

Published by: ABP Ananda

দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, ভিটামিন D সমৃদ্ধ হওয়ায় হাড়ের স্বাস্থ্যের জন্য প্রয়োজন

Published by: ABP Ananda

দুধে উপস্থিত প্রোটিন, হজমে সাহায্য করে এমনকী বদহজমের আশঙ্কাও কমায়

Published by: ABP Ananda

ঠান্ডা দুধ ঘুমে সাহায্য করার ফলে কমতে পারে উদ্বেগও

Published by: ABP Ananda

নিয়মিত খাওয়াদাওয়ার পর ঠান্ডা দুধ খেলে হাড় মজবুত হয়, এমনকী অস্টিওপোরেসিসের মতো রোগের আশঙ্কাও কমে

Published by: ABP Ananda

সারাবছর ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কা অনেকেরই থাকে, যা থেকে মুক্তি দিতে পারে দুধ

Published by: ABP Ananda

তবে এক্ষেত্রে খেতে হবে গরম দুধ, তাতে সামান্য পরিমাণ গোলমরিচ এবং হলুদ গুঁড়ো দিতে হবে

Published by: ABP Ananda

দুধে প্রোটিন এবং শরীরের প্রয়োজনীয় ফ্যাট, ফলে শোওয়ার আগে দুধ খেলে পেট ভরা থাকে

Published by: ABP Ananda

রাতে ঠান্ডা দুধ খেলে অ্যাসিডিটির আশঙ্কা দূর হয়

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda