নারকেল তেল স্ক্যাল্পে পুষ্টি জোগাতে সাহায্য করে এবং চুলের বৃদ্ধির জন্য উপযোগী
abp live

নারকেল তেল স্ক্যাল্পে পুষ্টি জোগাতে সাহায্য করে এবং চুলের বৃদ্ধির জন্য উপযোগী

Published by: ABP Ananda
নারকেল তেলের ফ্যাটি অ্যাসিড এবং পুষ্টি উপাদান চুলের বৃদ্ধির পাশাপাশি সামগ্রিকভাবে ভাল রাখে
abp live

নারকেল তেলের ফ্যাটি অ্যাসিড এবং পুষ্টি উপাদান চুলের বৃদ্ধির পাশাপাশি সামগ্রিকভাবে ভাল রাখে

Published by: ABP Ananda
অল্প পরিমাণ নারকেল তেল নিয়ে হাতের তালুতে ঘষতে হবে, এরপর ওই তেল ফাঁকা অংশে দিতে হবে
abp live

অল্প পরিমাণ নারকেল তেল নিয়ে হাতের তালুতে ঘষতে হবে, এরপর ওই তেল ফাঁকা অংশে দিতে হবে

Published by: ABP Ananda
আবার প্রয়োজনমতো নারকেল তেল নিয়ে সামান্য গরম করে নিন, ঠান্ডা হলে মাথায় মেখে নিন
abp live

আবার প্রয়োজনমতো নারকেল তেল নিয়ে সামান্য গরম করে নিন, ঠান্ডা হলে মাথায় মেখে নিন

Published by: ABP Ananda
abp live

ওই তেল সারা মাথায় হালকা হাতে মাসাজ করুন, এতে রক্ত সঞ্চালনা বাড়বে এবং চুলের বৃদ্ধি হয়

Published by: ABP Ananda
abp live

তেল মাখার পর এক ঘণ্টা রেখে দিতে হবে, প্রয়োজনে মাথা মুড়ে রাখুন শাওয়ার ক্যাপে

Published by: ABP Ananda
abp live

উষ্ণ নারকেলের সঙ্গে অ্যালোভেরার নির্যাসও ব্যবহার করা যায়

Published by: ABP Ananda
abp live

আবার নারকেল তেল গরম করে তাতে রোজমেরি দিয়ে দিতে পারেন, এভাবে কৌটোতে ভরেও রেখে দেওয়া যায়

Published by: ABP Ananda
abp live

নারকেল মাসাজ করার পর অবশ্যই শ্যাম্পু করে নিতে হবে, সঙ্গে ব্যবহার করতে হবে কন্ডিশনার

Published by: ABP Ananda
abp live

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda