হার্ট অ্যাটাকের ১-২ দিন আগে অনেকের বুকে ভারী ভাব অনুভূত হয়।



বুকে জ্বালা বা চাপ অনুভূত হতে পারে।



ব্যথা কখনও বুকের মাঝখানে, কখনও বাঁ হাতে অথবা পিঠে ছড়িয়ে পড়তে পারে। 



যদি পরিশ্রম না করেও আপনার শ্বাসকষ্ট হয়, সতর্ক থাকুন



হঠাৎ শরীর একদম অবসন্ন মনে হতে থাকে



হঠাৎ ঠান্ডা ঘাম হওয়া, কোনও কারণ ছাড়াই কুলকুলে ঘামে শরীর ভিজে যাওয়া



বমি বমি ভাব অথবা মাথা ঘোরাও হৃদযন্ত্রের অবস্থার ইঙ্গিত দেয়। 



উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের রোগীদের সতর্ক থাকা উচিত। 



যাদের পরিবারে আগে থেকেই হৃদরোগের ইতিহাস থাকে, তাহলে সতর্ক থাকুন।