সকালের জলখাবারে ডিমের পোচ আপনার অত্যন্ত পছন্দের খাবার। কিংবা ডিমের ওমলেট হলেও চলবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ডিমের পোচ কিংবা ওমলেট, সানি সাইড আপ কিংবা স্ক্রাম্বলড এগ তৈরির সময় কোন কোন উপকরণ ব্যবহার করবেন না, দেখে নিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ডিমের সঙ্গে কখনই মধু মিশিয়ে কোনও কিছু রান্না করতে যাবেন না। তাহলে কিছুতেই রান্না ঠিকভাবে হবে না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

স্বাদে মিষ্টি মধু এমনিতেই ডিমের স্বাদের সঙ্গে খাপ খায় না। এছাড়াও ডিমের মধ্যে মধু মিশলে পুরো রান্না ভেজা ভেজা, রবারের মতো, স্লিপারি এইসব টেক্সচার নেবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ডিমের ওমলেটে পেঁয়াজ কুঁচি না দিলে ঠিক স্বাদ আসে না, এমন ধারণা অনেকেরই রয়েছে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কিন্তু আদতে কাঁচা পেঁয়াজ ডিমের সঙ্গে মিশলে ওমলেট বা স্ক্র্যাম্বলড এগ - এই দুই রান্নায় ভেজা ভেজা ভাব বেড়ে যায়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ডিমের পোচ, ওমলেট জাতীয় রান্নায় কখনই কাঁচা রসুন ব্যবহার করা চলবে না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

মূলত রসুনের তীব্র গন্ধের কারণেই তা ডিমের সঙ্গে মিশিয়ে রান্না করতে বারণ করা হয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ডিমের ওমলেট কিংবা স্ক্র্যাম্বলড এগ রান্নার সময় অনেকেই দুধ ব্যবহার করে থাকেন। এর ফলে রান্নার টেক্সচার হাল্কা ধরনের হয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কিন্তু দুধের পরিমাণ সামান্য বেশি হয়ে গেলেও পুরো রান্না নষ্ট হয়ে যাবে। অতএব সতর্ক থাকা জরুরি।

Published by: ABP Ananda
Image Source: Pexels