দই খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী। চিকিৎসকেরা সবসময়েই বলেন রোজের খাবারে দই যোগ করতে।

Published by: ABP Ananda
Image Source: pexels

দইতে একাধিক ভাল ব্যাকটেরিয়া থাকে যা শরীরের অনেক উপকার হবে। তবে যে কোনও সময়ই কি দই খাওয়া যায়?

Image Source: pexels

দইতে প্রোটিন, ক্যালসিয়াম, রাইবোফ্লেভিন, ভিটামিন বি৬ এবং ভিটামিন বি১২-র মতো একাধিক পুষ্টিকর উপাদান থাকে

Image Source: pexels

তবে রাতে দই খাওয়া একেবারেই উচিত নয়, এতে শরীরের একাধিক ক্ষতি হতে পারে।

Image Source: pexels

রাতে দই খেলে সর্দি-কাশি থেকে শুরু করে গ্যাস, কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত একাধিক সমস্যা হতে পারে।

Image Source: pexels

রাতে দই খেলে হজম সংক্রান্ত সমস্যা হতে পারে। এর ফলে গ্যাস, কোষ্ঠকাঠিন্য ও বদহজম হতে পারে।

Image Source: pexels

রাতে দই খেলে তা হজম হতে দীর্ঘক্ষণ সময় লাগে। এর ফলে গ্যাস ও পেট ভারের মতো সমস্যা হতে পারে।

Image Source: pexels

দই মূলত ঠাণ্ডা প্রকৃতির। আয়ুর্বেদ অনুসারে দই কফ তৈরি করতে পারে। এর ফলে সর্দি-কাশি হতে পারে।

Image Source: pexels

রাতে দই খেলে সর্দি, কাশি বা নাক বন্ধের মতো সমস্যা হতে পারে।

Image Source: pexels

যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, রাতে দই খেলে সর্দি বা জ্বরের মতো সমস্যা তৈরি হতে পারে।

Image Source: pexels

আর্থ্রাইটিস বা জয়েন্ট পেইনের মতো সমস্যায় ভুগলে রাতে দই এড়িয়ে চলুন। একে ব্যথা বাড়তে পারে

Image Source: pexels