Image Source: Pixabay

চুলের সমস্যার সমাধানে অনেকেই কারিপাতার তেল ব্যবহার করেন।

Image Source: Pixabay

এই তেল চুলের গোড়া মজবুত করে।

Image Source: Pixabay

চুল পড়ে যাওয়া রোধ করতেও কারিপাতার জুড়ি মেলা ভার।

Image Source: Pixabay

কিন্তু নিমপাতাও কিছু কম যায় না। নিমপাতার মধ্যে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে।

Image Source: Pixabay

অনেক সময় অক্সিডেটিভ স্ট্রেসের কারণে চুল উঠে যায়।

Image Source: Pixabay

হেয়ার ফলিকল থেকে সেই র‌্যাডিকেলকে দূর করে নিমপাতার গুণ।

Image Source: Pixabay

দ্রুত চুল বাড়াতেই এটি উপকারী। তাহলে কারিপাতা না নিমপাতা, কোনটি বেশি ভাল ?

Image Source: Pixabay

আসলে দুটো তেলই মিশিয়ে যদি ব্যবহার করা যায়, তাহলে বেশি উপকার।

Image Source: Pixabay

নিম তেলের মধ্যে কারিপাতা ভিজিয়ে রেখে দিন কিছু দিন।

Image Source: Pixabay

এর পর সেই তেল মাথায় মাখুন। দুইপাতার গুণে সুফলও দ্বিগুণ হয়ে যাবে।