লোহায় পা কাটলেই কি টিটেনাস নিতে হবে ? লোহায় পা কেটে গেলেই অনেকে বলেন টিটেনাস ইঞ্জেকশন। জং ধরা লোহায় পা কাটলে টিটেনাস নেওয়া জরুরি। এছাড়া অপরিস্কার জায়গায় পা কাটলেও একই কাজ করা দরকার। পাঁকে বা নর্দমায় গভীরভাবে পা কাটলে এই টিকা নেওয়া যায়। চিকিৎসক বলছেন, গভীর ক্ষত হলে এই কাজ অবশ্যই করতে হবে। এসব ক্ষেত্রে পায়ের ক্ষতে অক্সিজেন পৌঁছাতে পারে না। টিটেনাস সংক্রমণ হতে পারে সেই জায়গায়। জং ধরা লোহা যদি একান্ত অপরিস্কার হয় তবেই টিটেনাস নেওয়া দরকার। তথ্যসূত্র: ডা. নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক রিল থেকে