দাঁত শুধু মাজলেই হবে না, সঠিক পদ্ধতিতে মাজা হচ্ছে কিনা সেদিকেও নজর দিতে হবে

Published by: ABP Ananda

ফ্লসিং করতে হবে নিয়মিত, যাতে দাঁতের ফাঁকে খাবার আটকে না থাকে

Published by: ABP Ananda

প্রতি ৩ থেকে ৪ মাস অন্তত ব্রাশ বদলাতে হবে, যাতে ব্যাক্টেরিয়া জন্মাতে না পারে

Published by: ABP Ananda

ব্যবহার করতে পারেন মাউথ ওয়াশ, এতে ব্যাক্টেরিয়া দূর হয় এবং মুখের ভেতরের অংশ থাকে ফ্রেশ

Published by: ABP Ananda

স্ন্যাকসের মতো খাবার সহ মিষ্টি যুক্ত খাবার যতটা সম্ভব কম খেতে হবে, বদলে ফল রাখা যাবে পাতে

Published by: ABP Ananda

প্রতি ৬ মাস অন্তত দাঁতের পরীক্ষা নিরীক্ষার জন্য দেখাতে হবে চিকিৎসক,

Published by: ABP Ananda

দাঁতের যত্নে ফ্লোরাইড যুক্ত পেস্ট ব্যবহার করতে হবে

Published by: ABP Ananda

সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে, যাতে মুখ থাকে হাইড্রেট

Published by: ABP Ananda

চিনি ছাড়া চুইং গাম চিবানো যেতে পারে, এতে স্যালাইভা বাড়ে এবং অ্যাসিড দূর হয়

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda