পায়ের চামড়া উঠছে কিনা, রং বদল বা দুর্গন্ধ আছে কিনা তা দেখতে হবে
Published by: ABP Ananda
January 7, 2025
প্রচন্ড গরম কিছু বা গরম জল থেকে পা রক্ষা করতে হবে, তাই পা দেওয়ার আগে দেখে নিতে হবে কতটা তাপমাত্রা
Published by: ABP Ananda
January 7, 2025
নখ কাটতে হবে নিয়মিত, যাতে নখ বড় হয়ে গিয়ে সংক্রমণ না হয়; কাটার আগে ধুয়ে নিতে হবে নেল কাটার
Published by: ABP Ananda
January 7, 2025
নিয়মিত শরীরচর্চা করলে রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে, তাতে সরাসরি পায়ের পাতায় প্রভাব পড়ে না
Published by: ABP Ananda
January 7, 2025
নোংরা জমেও সংক্রমণ হতে পারে, তাই ভাল করে মুছতে হবে পা
Published by: ABP Ananda
January 7, 2025
পায়ের পাতা গরম রাখতে পরতে হবে, এতে আর্দ্রতা এবং গরম বজায় থাকে
Published by: ABP Ananda
January 7, 2025
শুষ্কতা দূর করতে, নিয়মিত ব্যবহার করুন ময়শ্চারাইজার
Published by: ABP Ananda
January 7, 2025
ডায়বেটিক হলে পা-কে নোংরা থেকে বাঁচাতে হবে, তাই ঘরে এবং বাইরে জুতো পরা বাধ্যতামূলক
Published by: ABP Ananda
January 7, 2025
নির্দিষ্ট সময় অন্তর মাসাজ করলে রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ে
Published by: ABP Ananda
January 7, 2025
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।