সাতসকালে কেঁপে উঠল কলকাতা, উৎসস্থল নেপাল, কম্পন টের পাওয়া গেল উত্তরবঙ্গেও

Published by: ABP Ananda

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১, ভারত-সহ ৫টি দেশে কম্পন অনুভূত হয়েছে

Published by: ABP Ananda

ভূূমিকম্প হলে খোলা জায়গায় থাকতে হবে, তবে তা কখনই উঁচু বিল্ডিং, বড় গাছ বা তারের কাছে নয়

Published by: ABP Ananda

ভূমিকম্প বুঝতে পারলে যতক্ষণ পর্যন্ত না কম্পন থামছে সঙ্গে সঙ্গে মাথা এবং ঘাড়ে হাত দিন

Published by: ABP Ananda

যে কোনও ভারী জিনিস যেমন পাখা, আলো থেকে দূরে থাকতে হবে

Published by: ABP Ananda

কোনও উঁচু বিল্ডিংয়ে থাকলে কখনই নামার জন্য তাড়াহুড়ো করবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে

Published by: ABP Ananda

নিচে নামার জন্য লিফট না, ব্যবহার করুন সিঁড়ি

Published by: ABP Ananda

ভূমিকম্পের জেরে কোনও কিছুর নিচে চাপা পড়ে গেলে নড়বেন না, শান্ত থাকতে হবে, চেষ্টা করতে হবে বেরিয়ে আসার

Published by: ABP Ananda

ভূমিকম্পের সময় কখনই গাড়ি চালাবেন না, কম্পন কমলে তবেই যাবেন



ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda