কলা ফ্রিজে রাখবেন না। এই ফল ভাল রাখার জন্য রুম টেম্পারেচারে রাখাই শ্রেয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

যদি কলা কাঁচা থাকে তাহলে ঘরের তাপমাত্রায় সঠিক ভাবে কলা পেকে যাবে। আর সহজে নষ্টও হবে না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

প্রায় সব বাড়িতেই টোম্যাটো ফ্রিজে রাখার প্রবণতা দেখা যায়। কিন্তু আসলে টোম্যাটো ফ্রিজের বাইরে রাখলেই তা তাজা থাকে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

টোম্যাটো ফ্রিজে না রেখে বাইরে রাখলে তার রসালো ভাব সঠিক মাত্রায় বজায় থাকবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

পাঁউরুটিও প্রায় সকলেই ফ্রিজে রাখেন। প্যাকেট খুলে যতটা খাওয়া হয় তারপর বাকিটা সঞ্চয় হয় ফ্রিজের মধ্যেই। এটা করা উচিত নয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

পাঁউরুটি তাজা রাখতে চাইলে তা ঘরের সাধারণ তাপমাত্রাতে রাখাই ভাল হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আপনার বাড়ির ফ্রিজে কি শসা থাকে? তাহলে এই অভ্যাস ত্যাগ করুন। নাহলে সমস্যা হতে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শসা ফ্রিজে থাকলে তার গায়ে একটা ভেজা ভেজা ভাব দেখা যাবে। গর্তও তৈরি হতে পারে। তাই ঘরে সাধারণ তাপমাত্রায় ভাল ভাবে মুখবন্ধ পাত্র রাখুন শসা।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আজকাল অনেকেই অ্যাভোকাডো খেয়ে থাকেন। কাঁচা অ্যাভোকাডো ফ্রিজে না রাখাই ভাল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ঘরের তাপমাত্রায় সহজে কাঁচা অ্যাভোকাডো পেকে যায়। তাই ঘরের সাধারণ তাপমাত্রাতেই অ্যাভোকাডো রাখা ভাল।

Published by: ABP Ananda
Image Source: Pexels