চুল আঁচড়ালেই হল না,
চিরুনি পরিষ্কার রাখাও জরুরি


রোজ না হলেও, নিয়মিত
চিরুনি পরিষ্কার করা উচিত আমাদের


গরম দলে শ্যাম্পু মিশিয়ে নিন,
১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন চিরুনি


ময়লা নরম হয়ে ফুলে যাবে,
ব্রাশ দিয়ে ঘষলেই পরিষ্কার


ধুলো, বালিয় দূষণে
ময়লা জমে চুলে


চুলে তেল, জেল লাগালে
আরও জমাট বাঁধে ময়লা


চুলে রং করলেও ময়লা হয় চিরুনি,
প্রতি সপ্তাহে বা মাসে পরিষ্কার করুন


চিরুনিতে চুল জমিয়ে
রাখাও উচিত নয় একেবারে


এ থেকে ছড়াতে পারে সংক্রমণ,
স্ক্যাল্পে বাসা বাঁধে রোগ


তাই অপরিষ্কার বা অন্যের
চিরুনি ব্যবহার না করাই উচিত