অঙ্কুরিত আলু খেলে বিপদ ? কী হয় শরীরে ?

Published by: ABP Ananda
Image Source: ABPLive AI

আমাদের রোজকার খাওয়া-দাওয়ায় আলু অপরিহার্য।

স্বাস্থ্যের জন্যও নানাভাবে উপকারি আলু। অনেকে একে সবজির রাজাও বলেন।

Image Source: Pixabay

তবে বাজার থেকে অনেক সময় অঙ্কুরিত আলু আসে বাড়িতে।

Image Source: Pixabay

এই অঙ্কুরিত আলু খেলে বিপদ বাড়তে পারে আপনার ?

Image Source: Pixabay

কিন্তু এই অঙ্কুরিত আলু খেলে আদপে কী ক্ষতি হয় ?

Image Source: Pixabay

আলু অঙ্কুরিত হলে এতে উৎপন্ন হয় সোলানাইন এবং চ্যাকোনাইন বিষাক্ত উপাদান।

Image Source: Pixabay

এগুলি হল গ্লাইকো অ্যালকালয়েড নামক বিষাক্ত উপাদান।

Image Source: Pixabay

এগুলি রান্নায় ব্যবহৃত হলে খাবারকে বিষাক্ত করে তুলতে পারে।

Image Source: Pixabay

এই ধরনের আলু বেশি খেলে বমি, পেট ব্যথা, হজমে সমস্যা দেখা দেয়।

Image Source: Pixabay

আলুর অঙ্কুর যদি খুব সবুজ না হয়, তাহলে তা ছাড়িয়ে খাওয়া যাবে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Pixabay