হার্ট অ্যাটাক হওয়ার ঠিক আগের মুহূর্তে মহিলাদের প্রবল ঘাম হতে পারে। অথচ গরমের পরিবর্তে ঠান্ডা লাগবে। শিরশির করবে গা-হাত-পা।



হার্ট অ্যাটাক হওয়ার ঠিক আগেই অনেক সময় মাথা ঘুরে যেতে পারে। চোখের সামনে অন্ধকার দেখতে পারেন আপনি। একটা ঝিম ধরা ভাব অনুভূত হবে।



হার্ট অ্যাটাকের আগে মহিলারা শরীরের বিভিন্ন অংশে যন্ত্রণা অনুভব করতে পারেন। মাথাতেও অসহ্য ব্যথা হতে পারে। তাই অবহেলা না করে সতর্ক থাকুন।



হার্ট অ্যাটাকের আগে মহিলারা ঘাড়ে, কাঁধে, হাতে, চোয়ালে তীব্র ব্যথা অনুভব করতে পারেন। এছাড়াও ব্যথা হতে পারে বুকে। তবে একটু অন্যভাবে।



হার্ট অ্যাটাকের ঠিক আগের মুহূর্তে মূলত বুকে একটা চিনচিনে ব্যথা অনুভূত হবে। সেই সঙ্গে একটা দমবন্ধ করা চাপ, অস্বস্তি বোধ করতে পারেন।



শুধু বুকে নয়, বুকের চারপাশের অংশে, এমনকি পাঁজরেও মহিলারা সূক্ষ্ম একটা ব্যথা অনুভূত করতে পারে হার্ট অ্যাটাক হওয়ার আগে।



অনেক সময়েই মহিলাদের পেটে ব্যথা হয়। বদহজমের কারণে ব্যথা হচ্ছে বলে প্রায় সকলেই এড়িয়ে যান। তবে হার্ট অ্যাটাক হওয়ার আগে কিন্তু এই ব্যথা হতে পারে।



অনেক সময়ে মহিলারা আচমকাই তীব্র শ্বাসকষ্ট অনুভব করেন। হার্ট অ্যাটাক হওয়ার আগে এই প্রবণতা বেশি দেখা যায়। নিঃশ্বাস নিতে তীব্র কষ্ট হতে পারে।



অনেক সময়েই মহিলাদের ক্ষেত্রে হঠাৎ করে গা-গোলাতে শুরু করে। বমি ভাব অনুভূত হয়। এইসব লক্ষণ হার্ট অ্যাটাক হওয়ার আগে দেখা যায়।



উল্লিখিত উপসর্গগুলি দেখা গেলে সতর্ক থাকা প্রয়োজন। তাহলেই হয়তো হার্ট অ্যাটাক হওয়া কিংবা স্ট্রোক হওয়ার সমস্যা এড়ানো সম্ভব।