এতে রয়েছে প্রাকৃতিকভাবে ঠান্ডা উপাদান, যা গরমে পেট রাখতে পারে ঠান্ডা ফলে দেহের তাপমাত্রার ভারসাম্য থাকে

Published by: ABP Ananda

হজমে সহায়ক এই মশলা, গরমে খেলে পেট ফাঁপা, বদহজমের মতো আশঙ্কা দূর হতে পারে

Published by: ABP Ananda

শরীরের ভেতরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে পারে এলাচ, ফলে সতেজ লাগে প্রবল গরমেও

Published by: ABP Ananda

অতিরিক্ত ঘাম হওয়ার প্রবণতা কমায় এলাচ, ফলে ডিহাইড্রেশনের আশঙ্কাও দূর হয়

Published by: ABP Ananda

প্রাকৃতিকভাবে শরীরকে ডিটক্সিফাই করতে পারে এলাচ, ফলে শরীর থেকে টক্সিন বেরোনোর প্রক্রিয়া সহজ হয়

Published by: ABP Ananda

শরীরের ফ্লুইড এবং ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রেখে হাইড্রেশনের মাত্রা ঠিক রাখে

Published by: ABP Ananda

প্রদাহ বিরোধী উপাদান রয়েছে এলাচে ফলে প্রবল গরমে ত্বকের সমস্যা হলে তাও কমতে পারে

Published by: ABP Ananda

সুবাস এবং অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান থাকায় মুখের দুর্গন্ধ দূর করতে পারে

Published by: ABP Ananda

মেটাবলিজ়ম বাড়াতে পারে, গরমে এনার্জিও বাড়ায় এলাচ

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda