পাকস্থলীতে থাকা জলে শোষিত হয় চিয়া সিডস, যার জন্য অ্যাসিডিটি, পেট ফাঁপা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য হতে পারে

Published by: ABP Ananda

শুকনো এবং মচমচে হওয়ায় গলায় আটকে যেতে পারে

Published by: ABP Ananda

যাঁদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাঁদের জন্য বিপদ হতে পারে চিয়া সিডস ভিজিয়ে না খাওয়া

Published by: ABP Ananda

চিয়া সিডস জল শোষণ করে নেয়, ফলে শুকনো খেলে ডিহাইড্রেশনের আশঙ্কা থাকে

Published by: ABP Ananda

শুকনো চিয়া সিডস খেলে রক্তে শর্করার মাত্রার ভারসাম্য থাকে না

Published by: ABP Ananda

খাবার থেকে ক্যালসিয়াম, আয়রনের মতো উপাদান রক্তে শোষণে বাধা দেয়

Published by: ABP Ananda

শুকনো অবস্থায় অতিরিক্ত ফাইবার থাকায় হজমে সমস্যা হয়

Published by: ABP Ananda

স্যালাইভার সংস্পর্শে এসে জমাট বেঁধে যায়, ফলে গিলতে অসুবিধা হয় এমনকী গলায় আটকে যেতে পারে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda