ক্যান্সার, এখনও আতঙ্কের অপর নাম। এই রোগের ঝুঁকি কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে এক ধরনের বাসনের ব্যবহার

Published by: ABP Ananda
Image Source: pexels

আমরা নানা ধরনের বাসন ব্যবহার করে থাকি। তবে সব বাসনের ব্যবহার নিরাপদ নয়

Image Source: pexels

কিন্তু আপনি কি জানেন, যে থালাবাসন আপনি ব্যবহার করেন, সেগুলি ক্যান্সারের কারণ হতে পারে কি না

Image Source: pexels

কিছু বাসন বেশ বিপজ্জনক। এগুলি অবিলম্বে ব্যবহার বন্ধ করা উচিত

Image Source: pexels

সম্প্রতি অনেক বিশেষজ্ঞই বলছেন, অ্যালুমিনিয়ামের পাত্রে খাবার খাওয়া ক্ষতিকর।

Image Source: pexels

নন-স্টিক প্যানের উপর থাকা টেফলন কোটিং গরম হলে বিষাক্ত গ্যাস বের করে।

Image Source: pexels

মেলামাইন প্লেট গরম খাবার ঢালার সময় ফর্মালডিহাইডের মতো রাসায়নিক পদার্থ নির্গত হয়।

Image Source: pexels

এছাড়াও, প্লাস্টিকের পাত্রে মাইক্রোওয়েভ বা গরম খাবার রাখলে BPA এবং Phthalates নির্গত হয়, যা ক্যান্সার সৃষ্টিকারী।

Image Source: pexels

এছাড়াও, সস্তা স্টিলের পাত্রে নিকেল এবং ক্রোমিয়ামের আধিক্য ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

Image Source: pexels