সারা গা চুলকোচ্ছে, শুধুই ত্বকের শুষ্কতা নয়

কারণ হতে পারে আরও গভীর

Published by: ABP Ananda
Image Source: pexels

চুলকানি একটি খুবই সাধারণ কিন্তু বিরক্তিকর সমস্যা।

Image Source: pexels

মাঝে মাঝে মাথায় চুলকানি হয়, কখনো হাত-পায়ে, আর অনেক সময় এত বেশি হয় যে ঘুমও ভেঙে যায়।

Image Source: pexels

কিন্তু বারবার বা একটানা চুলকানি হওয়া শরীরের কোনো অভ্যন্তরীণ সমস্যারও ইঙ্গিত হতে পারে

Image Source: pexels

সারা গা চুলকোচ্ছে, শুধুই ত্বকের শুষ্কতা নয়, হতে পারে কিডনির অসুখও

Image Source: pexels

ত্বকের শুষ্কতাই সবচেয়ে সাধারণ কারণ।

Image Source: pexels

এছাড়াও, অনেক সময় সাবান, ডিটারজেন্ট, প্রসাধনী, বা কোনো খাদ্য পদার্থের অ্যালার্জির কারণে চুলকানি হয়

Image Source: pexels

মশা, ছারপোকা, উকুন বা মাইট কামড়ালে শরীরের কোনো অংশে চুলকানি ও লাল ফুসকুড়ি হতে পারে।

Image Source: pexels

এছাড়াও অতিরিক্ত ঘাম, ধুলো এবং ময়লা ত্বকের ছিদ্র বন্ধ করে দেয়, যার ফলে চুলকানি ও জ্বালা হয়

Image Source: pexels

উরুর ভাঁজ, বগল বা পায়ে ছত্রাকের সংক্রমণের জন্য চুলকানি হতে পারে

Image Source: pexels

অনেক সময় কিডনি বা লিভারের সমস্যার ফলেও সারা গায়ে চুলকানি হতে পারে।

Published by: ABP Ananda