কোন রোগের কারণে চোখের নীচে কালো দাগ পড়ে ?

চোখের নীচে কালো দাগ পড়ার পিছনে নানা কারণ থাকতে পারে

ঘুম সম্পূর্ণ না হলে, দেরি পর্যন্ত জাগলে বা কোনও মানসিক চাপ থাকলে

শরীরে আয়রনের অভাবে অ্যানিমিয়ার সমস্যা হতে পারে

অনেক সময় টিসুতে কম পরিমাণে পৌঁছয় অক্সিজেন। তাতে চোখের নীচে ডার্ক সার্কেল পড়ে

শরীরে কোনও রকম অ্যালার্জি হলে, প্রদাহের মুখোমুখি হতে হয়

ইনসুলিন কম হওয়ার কারণে শরীরে সুগারের মাত্রা বাড়ার কারণে প্রদাহ ও ত্বকের রং পাল্টে যাওয়ার সমস্যা হয়

যা চোখের নীচে ডার্ক সার্কেলের কারণ হয়

যখন শরীর ডিহাইড্রেট হয়, তখনও চোখের নীচে ডার্ক সার্কেল পড়ে

সমস্যা দীর্ঘায়িত হলে প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলুন