বুকে চিনচিন ব্যথা ? কতক্ষণ হলে হার্ট অ্যাটাকের লক্ষণ ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

বুকের বাঁদিকে ব্যথা হলেই সতর্ক হতে হবে।

Image Source: Freepik

হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণ এটাই।

Image Source: Freepik

তবে এই ব্যথার সঙ্গে বাঁদিকের অঙ্গ অবশ হয়ে যায়।

Image Source: Freepik

বাঁ হাত অবশ হতে শুরু করে।

Image Source: Freepik

তবে গ্যাস বা বদহজমের কারণে বুক ব্যথা হতে পারে।

Image Source: Freepik

সেক্ষেত্রে বুকের এই চিনচিন ব্যথা ১০ মিনিটের বেশি হলে সতর্কতা জরুরি।

Image Source: Freepik

এই ব্যথা ক্রমে চোয়ালে ছড়িয়ে পড়লে হার্ট অ্যাটাকের লক্ষণ।

Image Source: Freepik

এক্ষেত্রে কোনো দেরি না করেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হবে রোগীকে।

Image Source: Freepik

তথ্যসূত্র: ডা. বিকাশ মজুমদারের ফেসবুক ভিডিয়ো

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik