ইনহেলার নেওয়ার সঠিক পদ্ধতিটি কী ? হাঁপানি বা অ্যাজমার সমস্যায় অনেকেই ভোগেন। শীতকালে এই সমস্যা আরও বাড়ে। এর অব্যর্থ প্রতিকার ইনহেলার ব্যবহার। কিন্তু অনেকেই সঠিকভাবে ইনহেলার ব্যবহার করতে পারেন না। ইনহেলার প্রথমে ভালভাবে ঝাঁকিয়ে নিয়ে সরাসরি মুখে নিতে হবে। একটি ট্রান্সপেসার যন্ত্র ব্যবহারে সুবিধে হয়। ঐ যন্ত্রের সঙ্গে ভাল করে ইনহেলার লাগিয়ে আগে নিশ্বাস ছেড়ে দিতে হবে। তারপর মুখের সামনে নিয়ে আস্তে আস্তে হাওয়া টানতে হবে। খুব জোরে টানলে ওষুধ ফুসফুসে পৌঁছাবে না, ফলে উপশম মিলবে না। তথ্যসূত্র: ডা. নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক রিল