ইনহেলার নেওয়ার সঠিক পদ্ধতিটি কী ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

হাঁপানি বা অ্যাজমার সমস্যায় অনেকেই ভোগেন।

Image Source: Freepik

শীতকালে এই সমস্যা আরও বাড়ে।

Image Source: Freepik

এর অব্যর্থ প্রতিকার ইনহেলার ব্যবহার।

Image Source: Freepik

কিন্তু অনেকেই সঠিকভাবে ইনহেলার ব্যবহার করতে পারেন না।

Image Source: Freepik

ইনহেলার প্রথমে ভালভাবে ঝাঁকিয়ে নিয়ে সরাসরি মুখে নিতে হবে।

Image Source: Freepik

একটি ট্রান্সপেসার যন্ত্র ব্যবহারে সুবিধে হয়।

Image Source: Freepik

ঐ যন্ত্রের সঙ্গে ভাল করে ইনহেলার লাগিয়ে আগে নিশ্বাস ছেড়ে দিতে হবে।

Image Source: Freepik

তারপর মুখের সামনে নিয়ে আস্তে আস্তে হাওয়া টানতে হবে।

Image Source: Freepik

খুব জোরে টানলে ওষুধ ফুসফুসে পৌঁছাবে না, ফলে উপশম মিলবে না।

Image Source: Freepik

তথ্যসূত্র: ডা. নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক রিল