ঘুমের মধ্যেই মৃত্যু ! ভয় ধরাচ্ছে এই রোগ; আদপে কী হয় ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

ঘুমের মধ্যেই মৃত্যুর অন্যতম কারণ হল হার্ট ফেলিওর।



এই সময় হৃদপিণ্ড শরীরের অন্যত্র রক্ত পাম্প করতে পারে না।



প্রথমত ক্লান্তি অনুভব করেন সেই ব্যক্তি, পা গোড়ালি ও পায়ের আঙুল ফুলে যায়।



অনেক সময় রাতের দিকে বারে বারে মূত্রত্যাগ করতে উঠতে হয় তাঁকে।



এর জন্য আপনাকে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে।



দিনে দুই লিটারের বেশি জল খেলেও এই সমস্যা দেখা যায়।



৪৫ বছর বয়সের আগে পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে এই রোগ কম দেখা যায়।



বেশিরভাগ সময়েই ঘুমের মধ্যে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় ব্যক্তির।