সকালে মিছরি-মৌরির
জল পান করা ভাল


এটি ডিটক্স পানীয়,
শরীরকে বিষমুক্ত করে


ভিটামিন, অ্যামিনো অ্যাসিড থাকায়
গলা খুশখুশও দূর করে মিছরি


মৌরিতে ক্যালসিয়াম, ভিটামিন সি,
আয়রন, অ্যান্টি অক্সিড্যান্ট রয়েছে


পেটের ফোলাবাব কমায় মৌরি,
পেট ঠান্ডাও রাখে


কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে
মিছরি ও মৌরির জল পান করলে


লিভার সুস্থ থাকবে,
বাড়বে হজমক্ষমতা


মিছরি-মৌরির জল আসক্তি কমায়
কার্বহাইট্রেডের প্রতি


মৌরি-মিছরির জলের যে গন্ধ,
তা মেজাজ ভাল রাখে


সকালে উঠে খালিপেটে
পান করতে পারেন


তবে সবার আগে
বিশেষজ্ঞের পরামর্শ নিন