ব্রেন টিউমারের কমন সিম্পটম হল মাথাব্যথা। তবে মাথাব্যথা হলেই যে সব সময় ব্রেন টিউমার তা নয়।



আবার মাথা-ব্যথাকে অবহেলা করলে ব্রেন টিউমার ধরে ফেলার সম্ভাবনা মিস হয়ে যেতে পারে।



রুবি জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডঃ বিশ্বজিৎ সেনগুপ্ত ব্রেন টিউমারের বেশ কিছু লক্ষণের কথা এবিপি লাইভ বাংলাকে জানিয়েছেন।



একদম সকালে কোনও কারণ ছাড়াই মাথাব্যথা আর তার সঙ্গে বমি। তীব্র মাথার যন্ত্রণার চোটে ঘুম ভেঙে যাওয়া। এই উপসর্গটি ভাল নয়।



মাথাব্যথার পর বমি হল। বমি হওয়ার পরে মাথাব্যথা একটু কমল। এটিও প্রাথমিক লক্ষণ।



ব্রেন টিউমার জনিত মাথার যন্ত্রণা গোটা মাথাজুড়ে হয়। সাধারণত, মাইগ্রেনের মাথা ব্যথা সাধারণত একদিকে হয়।



আরও কিছু লক্ষণ আছে। যেমন, ঝাপসা দেখা, পুরো না দেখতে পাওয়া। স্মৃতিশক্তিজনিত সমস্যা।



এছাড়াও ভারসাম্যজনিত সমস্যা দেখা দিতে পারে ব্রেন টিউমারের ফলে। সোজা যেতে যেতে পড়ে যাওয়া। কোথাও ধাক্কা খেয়ে যাওয়া ইত্যাদি।



ব্যক্তিত্ব পরিবর্তন, মানসিক অবস্থার আচমকা পরিবর্তন, হঠাৎ খিঁচুনি- এগুলিও লক্ষণ হতে পারে।



এই ধরনের লক্ষণগুলি দেখা গেলে, অবশ্যই চিকিৎসকের কাছে চলে যাওয়া উচিত।



ব্রেন টিউমার যে কোনও বয়সে হতে পারে। শিশু থেকে পূর্ণবয়স্ক, যে কারো ব্রেন টিউমার হতে পারে। মায়ের গর্ভেও বাচ্চা যখন থাকে তার ব্রেন টিউমার হতে পারে।



ব্রেন টিউমার হলেই হতাশ হয়ে যেতে হবে এমনটা নয়। অ-ক্যান্সারজনিত টিউমার হলে ভয়ের কিছু নেই।
হাইগ্রেড টিউমার ধরা পড়লেও তার আধুনিক চিকিৎসা রয়েছে।