বড় হোক বা ছোট, ফোনের নেশায় বুঁদ সবাই, সন্তানকে এই বিষয় বকাবকি না করেও নেশা কাটাতে পারেন
Published by: ABP Ananda
July 27, 2025
সন্তানের ফোনের নেশা কাটালে সবার আগে নিজের ফোনের নেশা কাটাতে হবে, কারণ সন্তান যা দেখবে তাই শিখবে
Published by: ABP Ananda
July 27, 2025
বিজ্ঞান সংক্রান্ত কোনও কিছু পরীক্ষা করানো শুরু করলে ফোনের নেশা কাটবে
Published by: ABP Ananda
July 27, 2025
ঘরে কোনও জিনিস লুকিয়ে খুঁজে বের করতে বলুন, এতে গোয়েন্দা কার্যকলাপের প্রতি আকর্ষণ বাড়বে
Published by: ABP Ananda
July 27, 2025
ফোনের বদলে ঘরের কাজে সঙ্গে নিন, তাতে মন অন্য দিকে ঘুরবে
Published by: ABP Ananda
July 27, 2025
বাড়িতে বাগান থাকলে সেই কাজে যোগ দিতে বলুন, অথবা রান্নার কাজে সাহায্য করলে মন অন্যদিকে ঘুরবে
Published by: ABP Ananda
July 27, 2025
সন্তানকে গল্পের বই পড়ে শোনাতে হবে, তাতে আগ্রহ বাড়বে গল্পের বইয়ের প্রতি
Published by: ABP Ananda
July 27, 2025
প্রকৃতি, মাটির সঙ্গে যোগ স্থাপন করতে হবে, বাইরে খেলতে পারে যাতে এমন জায়গা দেখতে হবে
Published by: ABP Ananda
July 27, 2025
ফোনের নেশা কাটাতে সন্তানের পছন্দের কাজকে গুরুত্ব দিতে হবে, রাখতে হবে ইন্ডোর গেমসও
Published by: ABP Ananda
July 27, 2025
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।