দীর্ঘক্ষণ বসে বসে কাজ ? নষ্ট হতে পারে প্রজননক্ষমতা ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

দিনে আট ঘন্টারও বেশি সময় ধরে অনেকেই ডেস্কে বসে কাজ করেন।



এর কারণে পিঠে, কোমরে ব্যথা, স্পন্ডাইলোসিসের মত সমস্যা দেখা যায়।



তবে সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে যে এই ডেস্কে বসে কাজের জন্য পুরুষদের মধ্যে প্রজননক্ষমতা কমে যাচ্ছে।



বিশ্বব্যাপী ৬ জনের মধ্যে ১ জন এখন বন্ধ্যাত্বের শিকার।



সমীক্ষা বলছে, ল্যাপটপের তাপ, রেডিয়েশন, ওজন বৃদ্ধি, দীর্ঘক্ষণ বসে থাকা শুক্রাণুর স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।
আইভিএফ বিশেষজ্ঞ ডা. গৌরী আগরওয়াল এই বিষয়ে তাঁর মতামত শেয়ার করেছেন।


তাঁর মতে পুরুষদের ক্ষেত্রে স্ট্রেস, দীর্ঘ সময় বসে কাজ করা শুক্রাণুকে ক্ষতিগ্রস্ত করে। মেটাবলিজম নষ্ট হয়।



তাছাড়া ঘুমের ঘাটতির কারণেও টেস্টোস্টেরনের মাত্রা কমে যায় শরীরে, শুক্রাণুর ঘনত্বও কমে যায় যা বন্ধ্যাত্ব ডেকে আনে।