কিডনি খারাপ হওয়ার সঙ্কেত পাওয়া যায় আপনার চোখের মধ্যেই।

Published by: ABP Ananda
Image Source: Pixabay

সারাদিন চোখ ফোলা হয়ে থাকলে সতর্ক হওয়া জরুরি। এটি কিডনি খারাপ হওয়ার বড় লক্ষণ।



এর অর্থ শরীরের প্রোটিন প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে গিয়ে জল জমা হতে শুরু করেছে।



উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের কারণে কিডনি বিকল হতে পারে যা থেকে দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে।



আপনার চোখে ঘনঘন শুষ্কতা অনুভূত হয়, চুলকানি হয় তাহলে তা কিডনির সমস্যার লক্ষণ।



কোনও কারণ ছাড়াই আপনার চোখ লাল হয়ে থাকলে তা কিডনির সমস্যাজনিত অটো-ইমিউন রোগের লক্ষণ।



কিডনির সমস্যা শরীরে ক্লান্তি এনে দেয়, দুর্বলতা সৃষ্টি করে। ঘুমের অভাবে চোখের নিচে কালো দাগ পড়ে।