দিনের শুরুটা করুন লেবুজল দিয়ে। অবশ্যই খালি পেটে খাবেন এই পানীয়। সামান্য গরম জলে মধু র পাতিলেবুর রস মিশিয়ে খেতে হবে নিয়মিত।

Published by: ABP Ananda
Image Source: Pexels

লেবুতে রয়েছে ভিটামিন সি। লেবুজল শরীর থেকে টক্সিন দূর করে। কমায় বদহজম, অ্যাসিডিটি এইসব সমস্যা। রোজ সকালে খালিপেটে খান এই পানীয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

জিরে ভেজানো জল খেলেও অনেক উপকার পাবেন। খালিপেটে এই পানীয় খেতে পারেন। আবার একটু বেশি খাওয়া হয়ে গেলে তারপর এই পানীয় খেলেও আরাম হয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

রাতে জিরে ভিজিয়ে রাখুন জলে। সকালে খালিপেটে খেয়ে নিন। খাবার হজম সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর করবে এই পানীয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ডিটক্স ড্রিঙ্কস হিসেবে হলুদ মেশানো জল খেলেও উপকার পাবেন। আপনার শরীরে জমা যাবতীয় দূষিত পদার্থ বেরিয়ে আসবে এই পানীয় খেলে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

হলুদের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিইনফ্লেমেটরি উপকরণ এবং অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে। এছাড়াও হলুদের রয়েছে আরও অনেক পুষ্টিগুণ।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ডাবের কিংবা নারকেলের জলও ডিটক্স ড্রিঙ্কস হিসেবে দারুণভাবে কাজ করে। এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন লেবুর রস এবং পুদিনা পাতা।

Published by: ABP Ananda
Image Source: Pexels

নারকেল কিংবা ডাবের জলে থাকে ইলেকট্রোলাইট। এর মধ্যে লেবুর রস ও পুদিনা মেশালে আমাদের শরীরের মেটাবলিজম রেট বাড়াতে সাহায্য করে এই পানীয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অ্যালোভেরা জুস আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারি একটি পানীয়। এটিও ডিটক্স ড্রিঙ্কস হিসেবে খেতে পারেন আপনি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ঠান্ডা জলে অ্যালোভেরা জুসের সঙ্গে লেবুর রস, শসার টুকরো এবং পুদিনা পাতা মিশিয়ে তৈরি করে নিন আপনার ডিটক্স ড্রিঙ্কস, যা শরীর ঠান্ডা রাখবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels