সবজি হোক বা অন্য কিছু কাটা, রান্নাঘরের কাজের সহজ সমাধান ছুরি

Published by: ABP Ananda

তবে ছুরি ব্যবহারের পাশাপাশি তার যত্নেরও কিছু বিশেষ নিয়ম রয়েছে

Published by: ABP Ananda

ব্যবহারের পরই সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন, তাতে দাগ হয়ে থাকবে না

Published by: ABP Ananda

উষ্ণ গরম জলে সাবান দিয়ে ভিজিয়ে রাখতে হবে, কিছুক্ষণ রেখে ধুয়ে নিলেই উঠে যাবে দাগ

Published by: ABP Ananda

ছুরি পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন হ্যান্ডওয়াশ, তবে খেয়াল রাখতে হবে যেন হাত কেটে না যায়

Published by: ABP Ananda

ছুরিতে ছোপ ছোপ পড়ে গেলে জল এবং বেকিং সোডার পেস্টে রেখে দিন কিছুক্ষণ, একঘণ্টা রেখে ধুয়ে নিন

Published by: ABP Ananda

পরিষ্কার করতে স্ক্রাবারের বদলে স্পঞ্জ ব্যবহার করতে পারেন

Published by: ABP Ananda

জায়গায় রাখার আগে ছুরি যেন শুকিয়ে যায়, নাহলে জলের দাগ থেকে যাবে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda