ডায়াবেটিস ক্রনিক অসুখ ঠিকই, কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব।

Published by: ABP Ananda
Image Source: pexels

তবে ঠিক মতো নিয়ম না মানলে এই ডায়াবেটিস ম্যানেজমেন্ট কঠিন হতে পারে।

Image Source: pexels

ডায়াবেটিসের প্রভাব থেকে বাদ যান না কোনও অঙ্গই।

Image Source: pexels

যখন সুগার লেভেল বাড়ে, তখন তা ত্বকে মেলানিনের মাত্রা বাড়িয়ে দেয়। মেলানিন এক ধরনের পিগমেন্ট।

Image Source: pexels

এর ফলে ত্বকে কালো কালো ছোপ হতে পারে

Image Source: pexels

এই সমস্যাকে একান্থোসিস নাইগ্রিকানস বলে।

Image Source: pexels

এই দাগ ঘাড়, বগল বা কোমরের মত স্থানে দেখা যেতে পারে।

Image Source: pexels

কখনও কখনও হাত, হাঁটু বা কনুইতেও হতে পারে এমন দাগ-ছোপ

Image Source: pexels

যদিও এই দাগগুলি ত্বকের কোনো ক্ষতি করে না

Image Source: pexels

টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত বেশিরভাগ রোগীর জন্য তাদের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা চ্যালেঞ্জিং।

Image Source: pexels