আমাদের দেশের অধিকাংশ মানুষই দুধ-চায়ের অনুরাগী। দুধ-চাই আমাদের দেশে বিক্রি হয় সবচেয়ে বেশি।

Published by: ABP Ananda
Image Source: pexels

বর্তমানে অনেক মানুষ স্বাস্থ্য সচেতন হয়ে লাল-চায়ের দিকে ঝুঁকলেও, এখনও দুধ চা পছন্দের তালিকায় এক নম্বরেই।

Image Source: pexels

তবে অনেকেই দুধ-চা কে স্বাস্থ্যকর বলে মনে করেন না। উপরন্তু চিনি দেওয়া দুধ চা তো অনেকেই খুব এড়িয়ে চলেন।

Image Source: pexels

তবে জানেন কি, দুধ চা পানের একাধিক উপকারিতা রয়েছে যেগুলো অনেকেই জানেন না?

Image Source: pexels

আপনি যদি দুধ চা ভালবাসেন, তাহলে জেনে নিন দুধ দিয়ে চা খাওয়ার কী কী উপকারিতা রয়েছে?

Image Source: pexels

দুধ চা-এ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এতে শরীরের বিভিন্ন উপকার হয়।

Image Source: pexels

দুধ চায়ে ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ভিটামিন ডি থাকে, যা হাড় ও পেশীগুলিকে সুস্থ রাখে।

Image Source: pexels

দুধ চা শক্তি বৃদ্ধি করে বলে মনে করা হয়। শরীরে ঝরঝরে ভাব আনে দুধ চা।

Image Source: pexels

দুধ চায়ে কার্বোহাইড্রেট এবং অন্যান্য পুষ্টি উপাদান থাকে যা শক্তি বাড়ায়

Image Source: pexels

দুধ চায়ে ট্রিপ্টোফ্যানের মতো পুষ্টি উপাদান থাকে যা মানসিক চাপ কমায় এবং মেজাজ ভালো করে।

Image Source: pexels