দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখেন ? নিজেই ডেকে আনছেন না তো ঘাতক রোগ ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখলে মূত্রথলিতে ব্যাকটেরিয়া সংক্রমণের সম্ভাবনা বাড়ে।

Image Source: Freepik

এই সমস্যা থেকে UTI হতে পারে যা অবহেলা করলে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে।

Image Source: Freepik

দীর্ঘ সময় প্রস্রাব চেপে রাখলে মূত্রথলির পেশি কমজোরি হয়ে যায়।

Image Source: Freepik

এর ফলে পরবর্তীতে প্রস্রাব ধরে রাখা কঠিন হয়ে পড়ে। তখন ক্যাথিটারেরও প্রয়োজন হতে পারে।

Image Source: Freepik

মূত্রে উপস্থিত খনিজ পদার্থ জমে জমে পাথর সৃষ্টির সম্ভাবনা বাড়ে মূত্র ধরে রাখলে।

Image Source: Freepik

ঘন ঘন প্রস্রাব না হওয়ার ফলে কিডনিতে পুনরায় ফিরে যেতে পারে মূত্রের উপাদান।

Image Source: Freepik

আর এই কারণে কিডনি বিপজ্জনকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

Image Source: Freepik

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik