যাঁরা নিরামিষ খাবার খান, তাঁদের জন্য পনির একটা খুব জনপ্রিয় পদ। এমনকি আমিষ যাঁরা খান তাঁরাও পনির খেতে ভালবাসেন।

Published by: ABP Ananda
Image Source: freepik

মূলত দুধ দিয়ে তৈরি পনির যেমন উপকারী, তেমন এটিকে বিভিন্ন উপায়ে সুস্বাদুভাবেও রান্না করা যায়।

Image Source: freepik

পনির ক্যালসিয়াম, প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ, যা শরীরে অনেক কিছুর অভাব মেটাতে সাহায্য করে।

Image Source: freepik

তবে কিছু কিছু শারীরিক সমস্যা থাকলে, একেবারেই পনির খাওয়া উচিত নয়। ফল হতে পারে উল্টো।

Image Source: freepik

আসুন জেনে নিই, কোন কোন শারীরিক সমস্যা থাকলে ভুলেও পনির খাওয়া যাবে না।

Image Source: freepik

যাঁদের ফুড পয়জনিংয়ের সমস্যা আছে, তাঁদের ভুলে্ও পনির খাওয়া উচিত নয়।

Image Source: freepik

পনিরে প্রোটিন বেশি থাকে। শুধু তাই নয়, অনেক সময় খারাপ মানের পনির ফুড পয়জনিংয়ের কারণ হতে পারে।

Image Source: freepik

যাদের দুধে অ্যালার্জি আছে বা ল্যাকটোজ জাতীয় পদার্থ সহ্য হয় না, তাঁদেরও পনির খাওয়া উচিত না। কারণ এটা থেকে অ্যালার্জি হতে পারে।

Image Source: freepik

হজমের সমস্যা থাকলে পনির খাওয়া উচিত না কারণ এটি পেট ফাঁপা, গ্যাস এবং ডায়েরিয়ার মতো সমস্যা সৃষ্টি করতে পারে।

Image Source: freepik

যাঁদের হৃদরোগের সমস্যা রয়েছে তাঁদেরও পনির এড়িয়ে চলাই ভাল কারণ পনিরে বেশি ফ্যাট এবং কোলেস্টেরল থাকে যা হার্টের জন্য বিপজ্জনক হতে পারে।

Image Source: freepik

উচ্চ রক্তচাপের রোগীদেরও পনির খাওয়া উচিত না, কারণ পনিরে সোডিয়ামের পরিমাণ বেশি থাকে।

Image Source: freepik