চা খাওয়ার পরে এই কাজগুলি করেন আপনিও ? দুর্বল হয়ে যাবে দাঁত

Published by: ABP Ananda
Image Source: pexels

চা সকলেরই পছন্দের পানীয়।

Image Source: pexels

অনেকেরই সকালে ঘুম থেকে উঠলেই চা আর সংবাদপত্রের প্রয়োজন হয়।

Image Source: pexels

অনেকে আবার তিন-চার কাপ চা খেয়ে ফেলেন গোটা দিনে।

Image Source: pexels

যদিও চা পানের অনেক ক্ষতিও আছে।

Image Source: pexels

চা পানের পর কোন কাজগুলি দাঁতকে দুর্বল করে তোলে জানেন কি ?

Image Source: pexels

চা খাওয়ার সঙ্গে সঙ্গেই দাঁত পরিষ্কার করা উচিত নয়।

Image Source: pexels

চা-তে অ্যাসিড থাকে যা দাঁতের উপরিভাগকে ক্ষতি করতে পারে।

Image Source: pexels

তাই চা খাওয়ার অন্তত ৩০ মিনিট আগে দাঁত ব্রাশ করা উচিত।

Image Source: pexels

এছাড়াও চা পান করার পরেও আপনি জল দিয়ে কুলকুচি করতে পারেন। এতে দাঁতে কোনও প্রভাব পড়বে না।

Image Source: pexels