দুপুরে এই সময়ের পরে লাঞ্চ করা ঠিক নয়, বাড়তে পারে সমস্যা।

Published by: ABP Ananda
Image Source: abpliveai

দুপুরের খাবার বা লাঞ্চ তুলনায় আমরা বেশি পরিমাণে খাই যা কিনা আমাদের শক্তি বৃদ্ধি করে।

Image Source: abpliveai

যদিও এই লাঞ্চ খাবারেরও একটি সময়সীমা আছে যে কতক্ষণ পর্যন্ত আপনার দুপুরের খাবার খাওয়া উচিত।

Image Source: abpliveai

চলুন, জেনে নেওয়া যাক, দুপুরে কখন আর লাঞ্চ করা ঠিক নয়, কোন সময়ের মধ্যেই খেয়ে ফেলা উচিত দুপুরের খাবার ?

Image Source: abpliveai

দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সময়টা দুপুরের খাবার খাওয়ার জন্য সঠিক সময় বলে মনে করা হয়।

Image Source: abpliveai

তারপর যদি আপনি দুপুরের খাবার খান তাহলে আপনার হজম প্রক্রিয়ার উপর প্রভাব পড়ে।

Image Source: abpliveai

আপনার দুপুরের খাবার কখনই বেলা দু'টোর পরে খাওয়া উচিত নয়।

Image Source: abpliveai

যদি আপনি দুপুর ২টো'র পরে লাঞ্চ করেন তাহলে লাভের বদলে ক্ষতি হতে পারে।

Image Source: abpliveai

আপনার গ্যাস ও অম্বল হতে পারে। তদুপরি পরিপাক ক্রিয়া ধীর হতে পারে।

Image Source: abpliveai

যদি আপনি দেরিতে লাঞ্চ করেন, তাহলে ডিনারের সময়ও বদলে যায় এবং তার ফলে ঘুম ও হজম দুটোই প্রভাবিত হয়।

Image Source: abpliveai