জিনিসপত্র কেনার সময় অনেকেই এই দুটো শব্দ গুলিয়ে ফেলেন। ছবি- ফ্রিপিক গ্যারান্টি আর ওয়্যারান্টি কিন্তু কখনই এক জিনিস নয়। কোনও পণ্যে লেখা থাকে গ্যারান্টির কথা, বেশিরভাগে থাকে ওয়্যারান্টি। টিভি, ফ্রিজ, মোবাইল, ব্যাগ, ঘড়ি কেনার সময় এই দুই শব্দ শোনা যায়। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য খারাপ হলে সারিয়ে দেয় কোম্পানি। এই সুবিধেকে বলা হয় ওয়্যারান্টি। নির্দিষ্ট মেয়াদের মধ্যেই মেলে এই সুবিধে। আর নির্দিষ্ট মেয়াদের মধ্যে খারাপ পণ্য পুরো বদলেও দেয় কোম্পানি। যদি সেই পণ্যে গ্যারান্টি থাকে, তবেই এই সুবিধে মেলে। গ্যারান্টির ক্ষেত্রে পণ্যের সঙ্গে গ্যারান্টি কার্ড যত্ন করে রাখতে হয়। ওয়্যারান্টির ক্ষেত্রে মেয়াদের মধ্যে পণ্য সারাইয়ের আলাদা চার্জ দিতে হয় না।