Image Source: Pixabay

বাঙালি রান্নায় মশলার বড় ভূমিকা রয়েছে।

Image Source: Pixabay

তেমনই অনেকে বেশিরভাগ পদে তেজপাতা দেন।

Image Source: Pixabay

অধিকাংশ রান্নাতেই তেজপাতা দিলে শরীরের উপর বিরূপ প্রভাব পড়তে পারে।

Image Source: Pixabay

তেজপাতার ব্যাকটেরিয়া প্রতিরোধী গুণ রয়েছে।

Image Source: Pixabay

রক্তের সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে তেজপাতা।

Image Source: Pixabay

তেজপাতার নির্যাস কিডনির পাথর থেকে সুরাহা দেয়।

Image Source: Pixabay

তবে অতিরিক্ত তেজপাতা ঘুমের ভাব এনে দিতে পারে।

Image Source: Pixabay

কারণ এটি স্নায়ুতন্ত্রকে শিথিল করে দেওয়ার ক্ষমতা রাখে।

Image Source: Pixabay

এছাড়াও, বেশি তেজপাতা রান্নায় দিলে পেট খারাপের আশঙ্কা থাকে।

Image Source: Pixabay

পেট ফোলাভাব হতে পারে। মাথা ব্যথাও অস্বাভাবিক নয়।