Image Source: PIXABAY

লেখাপড়া শেষ করে কর্মজগতে ঢুকতে চান? CV তৈরি তো?

পেশাদার দুনিয়ায় যে কোনও কর্মীর প্রথম পরিচয় CV বা Resume। তাই এটি তৈরির সময় কিছু ভুল ভয়ঙ্কর হতে পারে।

রঙীন CV-র তুলনায় সাদা-কালো Resume, যার Font Size বড়, পর্যাপ্ত স্পেসিং রয়েছে, তা অনেক বেশি দৃষ্টি আকর্ষণ করে।

Resume-র গোড়াতেই নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর ও ই-মেল অ্যাড্রেস দেওয়া দরকার। এর একটি তথ্যও ভুল হলে মুশকিল।

ইংরেজিতে CV লেখার ক্ষেত্রে 'Passive Voice' বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই Active Voice-এ জরুরি।

বার বার খতিয়ে দেখে নেওয়া দরকার, কোথাও কোনও ভুল বানান থাকছে না তো?

একই ভাবে খতিয়ে নিতে হবে, CV-তে ব্যাকরণগত কোনও ভুলচুকও যেন না থাকে।

এই ধরনের ভুল থাকলে সংশ্লিষ্ট চাকরিপ্রার্থী সম্পর্কে প্রথমেই নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।

CV মানে নিজের সম্পর্কে সমস্ত তথ্য উজাড় করে দেওয়া নয়। ছোট, অথচ পর্যাপ্ত তথ্য যেন তাতে থাকে।

প্রয়োজনে পেশাদারের পরামর্শ নিন। CV কর্মজগতের অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। একে হেলাফেলা নয়।